খুলনায় দুই মামলায় সাবেক মেয়র-এমপিসহ আসামি ২১৫

খুলনায় দুই মামলায় সাবেক মেয়র-এমপিসহ আসামি ২১৫

খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটির বাদী হয়েছেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। এ দুটি মামলার বেশিরভাগ আসামি একই ব্যক্তি।

খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটির বাদী হয়েছেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। এ দুটি মামলার বেশিরভাগ আসামি একই ব্যক্তি।

এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু,  খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

খালিশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আশিষ মৈত্র ঢাকা পোস্টকে বলেন, ২০২২ ও ২০২৩ সালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এজাহার সূত্রে জানা গেছে, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবিরের দায়ের করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

এছাড়া ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টুর মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

মামলা এজাহারে বাদীরা উল্লেখ করেন, তৎকালীন সময়ে বাদীসহ স্থানীয় বিএনপি নেতারা মামলা করার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়নের পর নতুন নিরপেক্ষ সরকার গঠিত হওয়ায় এবং দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়ায় কিছুটা বিলম্বে এজাহার দায়ের করেছেন।

এর আগে বুধবার (২১ আগস্ট) নগরীর ৭নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে মো. ইলিয়াস শেখ নামে এক ব্যক্তি বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। ওই মামলায় কেসিসির সাবেক মেয়র ও সাবেক দুই এমপিসহ ৭৫ জনকে আসামি করা হয়। 

মোহাম্মদ মিলন/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *