মুশফিকের নতুন মাইলফলক, প্রসংশা কুড়াচ্ছেন সতীর্থদের

মুশফিকের নতুন মাইলফলক, প্রসংশা কুড়াচ্ছেন সতীর্থদের

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ম্যাচের ফল নির্ধারণ হবে আগামীকাল (রোববার) টেস্টের পঞ্চম দিন। যদিও জয়-পরাজয় নির্ধারণ করা একটু কঠিনই। তবুও বাংলাদেশের সামনে অসম্ভবের সেই সম্ভাবনা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ১৯১ রানের ইনিংস, তার আগে ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকও পূর্ণ করেছেন।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ম্যাচের ফল নির্ধারণ হবে আগামীকাল (রোববার) টেস্টের পঞ্চম দিন। যদিও জয়-পরাজয় নির্ধারণ করা একটু কঠিনই। তবুও বাংলাদেশের সামনে অসম্ভবের সেই সম্ভাবনা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ১৯১ রানের ইনিংস, তার আগে ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকও পূর্ণ করেছেন।

গতকাল তৃতীয় দিনেই ব্যক্তিগত ফিফটি করেছিলেন মুশফিক। ঠিক তখনই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার ব্যাটার। পরে আজ লিটন দাসকে নিয়ে নিজেদের জুটির শতরান পূর্ণ করেন প্রথমে। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে করেন রেকর্ডগড়া জুটি। সপ্তম উইকেটে দুজন মিলে ১৯৬ রান যোগ করেন। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে ওই রেকর্ডটি ছিল ১৪৫ রানের, ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জুটিটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

শেষ পর্যন্ত বাংলাদেশকে রানপাহাড়ে তুলে ব্যক্তিগত এক মাইলফলকের দিকেই ছুটছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৯ রান দূরত্বে থেকে পুড়লেন হতাশায়। ১৯১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন মিস্টার ডিফেন্ডেবল। হতাশা নিয়ে বিদায় হলেও, মুশফিক দলকে ৫৬৫ রানের বড় পুঁজির ভিত গড়ে দেন। দলও পেয়ে যায় ১১৭ রানের লিড। চতুর্থ দিন শেষে পাকিস্তান ১ উইকেটে ২৩ রান সংগ্রহ করে, এখনও বাংলাদেশ এগিয়ে আছে ৯৪ রানে।

Congratulations to Mushfiqur Rahim bhai for reaching a monumental milestone, completing 15,000 international runs with a mind blowing century, against Pakistan today!

এদিকে, দলের এমন দাপুটে অবস্থান ও ব্যক্তিগত ১৫ হাজার রানের মাইলফলকের জন্য সতীর্থদের শুভেচ্ছা কুড়াচ্ছেন মুশফিক। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন। মুশির সঙ্গে ছবি দিয়ে তার ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘১৫০০০ রানের মাইলফলকের জন্য অভিনন্দন মুশফিকুর রহিম ভাই। সঙ্গে ছিল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি।’

মিস্টার ডিফেন্ডেবলের এমন কীর্তির জন্য তার সততা, নিবেদন ও পরিশ্রমের অবদানের কথা উল্লেখ করেছেন শান্ত। টাইগার অধিনায়ক লিখেছেন, ‘সততা, পরিশ্রম, নিবেদন, একাগ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুশফিকুর রহিম ভাইয়ের আজকের এই সাফল্য। অযুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে মিলেছে এই বীরত্বগাঁথা। যেখানে জড়িয়ে আছে অনেক গর্ব। তাতে লিখা হয়েছে ইতিহাসের পাতায় নতুন অধ্যায়।’

সততা, পরিশ্রম, নিবেদন, একাগ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুশফিকুর রহিম ভাইয়ের আজকের এই সাফল্য। অযুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে…

একইসঙ্গে দলের জন্য এমন নিবেদন ভবিষ্যতেও দেখার আশা শান্ত’র, ‘ধন্যবাদ মুশফিকুর ভাই। চোখের সামনে এমন সেঞ্চুরি ও কীর্তি দেখতে পাওয়া সৌভাগ্যের। সামনে এরকম আরও অনেক ইনিংসের আশা।’

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *