সেঞ্চুরির আক্ষেপ সাদমানের, বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

সেঞ্চুরির আক্ষেপ সাদমানের, বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

সাদমান ইসলামকে যেন ভুলতেই বসেছিল সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন। দুই বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। ধৈর্য্য হারিয়ে নার্ভাস নাইনটিজে কাটা পড়েন শেষ পর্যন্ত। মোহাম্মদ আলীর বলে ব্যক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে ফেরেন।

সাদমান ইসলামকে যেন ভুলতেই বসেছিল সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন। দুই বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। ধৈর্য্য হারিয়ে নার্ভাস নাইনটিজে কাটা পড়েন শেষ পর্যন্ত। মোহাম্মদ আলীর বলে ব্যক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে ফেরেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। ১৭ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান। 

পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ওভারেই।

নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বড় স্কোর গড়তে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না।

খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন ৪২ বলে ১৬ রান। দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সাদমান ও মুমিনুল। দুজনই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। তবে ফিফটির পরে এগোতে পারলেন না মুমিনুল। খুররামের দুর্দান্ত বল শান্তর মতোই বুঝে উঠতে পারলেন না। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে খেলেছেন ৭৬ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি। 

সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধুই টেস্ট। এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। খারাপ ফর্মে কেটে গেছে অনেক বেলা। দুই বছর খেলতে নেমে দারুণ প্রত্যাবর্তন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকালেন। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন।

মোহাম্মদ আলীর ভেতরের দিকে আসা বল ব্যাটে সংযোগ ঘটাতে পারলেন না ঠিকঠাক। ১৮৩ বল খেলে ৯৩ রান করেছেন সাদমান। মুশফিককে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ৫২ রানে দিয়েছেন নেতৃত্ব।

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *