পাকিস্তানের জার্সিতে দ্রুততম হাজারের রেকর্ড শাকিলের

পাকিস্তানের জার্সিতে দ্রুততম হাজারের রেকর্ড শাকিলের

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। প্রথমদিন শেষে স্বাগতিকরা ৪ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে। যদিও মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল শান মাসুদের দল। সেখান থেকে পাকিস্তানকে টেনে তুলেছেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। এরই মাঝে শাকিল পাকিস্তানের হয়ে টেস্টে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন।

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। প্রথমদিন শেষে স্বাগতিকরা ৪ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে। যদিও মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল শান মাসুদের দল। সেখান থেকে পাকিস্তানকে টেনে তুলেছেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। এরই মাঝে শাকিল পাকিস্তানের হয়ে টেস্টে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন।

পাকিস্তানের বিপর্যয় সামলে ওঠার লড়াইয়ে সাইম আইয়ুব ফিরেছেন ৫৬ রানে। তবে দিনশেষেও ৫৭ রানে অপরাজিত সৌদ শাকিল, আরেকপ্রান্তে অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (২৪)। গতকাল আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০তম টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন শাকিল। আর তাতেই তিনি এক হাজার রান পূর্ণ করেছেন। তিনি অবশ্য দ্রুততম এই মাইলফলক অর্জন করেছেন যৌথভাবে।

এর আগে ১৯৫৯ সালে পাকিস্তানের হয়ে সমান ২০তম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদ। করাচিতে অনুষ্ঠিত সেই টেস্টে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল। এরপর সাঈদের সেই দ্রুততম মাইলফলকের রেকর্ড অক্ষুণ্ন ছিল ৬৫ বছর। যাতে গতকাল ভাগ বসালেন সৌদ শাকিল।

অবশ্য টেস্টে দ্রুততম এক হাজার রানের রেকর্ডে যৌথভাবে সবার ওপরে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। তারা মাত্র ১২ ইনিংসেই এক হাজার করেছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র‌্যাডম্যান টেস্টে এক হাজার রান করেছিলেন ১৩ ইনিংসে। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি মুমিনুল হকের দখলে। লিটল ব্র্যাডম্যান–খ্যাত সাবেক এই টাইগার অধিনায়ক টেস্টে এক হাজার রান করতে ২১ ইনিংস খেলেছেন।

গতকাল শাকিল ব্যাটিংয়ে আসেন পাকিস্তানের বিপর্যস্ত পরিস্থিতিতে, যখন দল ১৬ রান তুলতেই আব্দুল্লাহ শফিক, অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে হারিয়ে বসে। সেই বিপর্যয় সামলে তিনি অপরাজিত ছিলেন দিনের শেষপর্যন্ত। আজ দ্বিতীয় দিনেও নিজের ইনিংস আরও লম্বা করার লক্ষ্যে নামবেন শাকিল।

চলমান ম্যাচসহ এখন পর্যন্ত ১১ টেস্টের ২০ ইনিংসে ব্যাটিং করেছেন বাঁ-হাতি এই ব্যাটার। যেখানে ৪৬.৫০ গড়ে তার রান ১০২৪। টেস্টে দুটি সেঞ্চুরি, একটি ডাবল ও সাতটি ফিফটি হাঁকিয়েছেন শাকিল। এক ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ২০৮*।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *