আন্দোলনে সরব বুমরাহ

আন্দোলনে সরব বুমরাহ

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘রাত দখল করো’ এর মতো নানা কর্মসূচিতে সরব আন্দোলনকারীরা। প্রতিবাদে সামিল হচ্ছেন দেশটির তারকারাও। ভারতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরাহও চুপ করে থাকতে পারেননি। নারীদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন।

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘রাত দখল করো’ এর মতো নানা কর্মসূচিতে সরব আন্দোলনকারীরা। প্রতিবাদে সামিল হচ্ছেন দেশটির তারকারাও। ভারতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরাহও চুপ করে থাকতে পারেননি। নারীদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন।

আরজি কর হাসপাতাল কাণ্ডে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারা। আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্থা, প্রীতি জিন্তা ও আলিয়া ভাটরা পাশে দাঁড়িয়েছিলেন। এবার সরব হলেন বুমরাহ। তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। তাতে লেখা, “মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল নারীই ভালো পরিবেশের দাবীদার।

এর আগে আলিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’

আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা একটি কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।’

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *