পেট্রোবাংলার সঙ্গে জাবি ও শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর

পেট্রোবাংলার সঙ্গে জাবি ও শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর

পেট্রোবাংলার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম উন্নতির লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

পেট্রোবাংলার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম উন্নতির লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) পেট্রোবাংলা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

স্মারকে পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) বেগম রুচিরা ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ ড. মো. আব্দুর রব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পেট্রোবাংলার তথ্য আদান প্রদানের মাধ্যমে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত হবে, যা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির কাজে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হবে। তাছাড়া জনবলের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, যৌথ গবেষণামূলক কার্যক্রম গ্রহণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

এছাড়া ইন্ডাস্ট্রির গবেষণাগার এবং সফটওয়্যার ব্যবহার এর সুযোগ, প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রিলিং সাইট, সাইসমিক সার্ভে, প্রসেস প্ল্যান্ট, কয়লাখনি পরিদর্শনের সুযোগ, প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ জ্ঞান ইন্ডাস্ট্রির বাস্তবিক কর্মকাণ্ডে ব্যবহার করা, অনুরূপভাবে ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ের সঙ্গে সমন্বয় সাধন করবে।

গবেষণার স্বার্থে বিশ্ববিদ্যালয় পেট্রোবাংলা ও দেশের জন্য গোপনীয় বা সংবেদনশীল কোনো তথ্য ব্যতিরেকে অন্যান্য তথ্য ব্যবহার করতে পারবে।

ওএফএ/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *