আন্দোলনে শহীদ রনির ঘর আলো করে এলো মেয়ে সন্তান

আন্দোলনে শহীদ রনির ঘর আলো করে এলো মেয়ে সন্তান

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার আল আমিন রনির ঘরে মেয়ে সন্তান হয়েছে।

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার আল আমিন রনির ঘরে মেয়ে সন্তান হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে নিহত আল আমিনের স্ত্রী মিম আক্তার কন্যা সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম।

তিনি জানান, প্রসূতি মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। তাদের আলাদা গুরুত্ব দিয়ে যত্ন নেওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

মিমের অস্ত্রোপচারে সহায়তা করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট গাইনি ডা. ইসরাত শারমিন, অ্যানেসথেসিওলজিস্ট ডা. আমিনুর রহমান, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক নিলয়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোমান ইবনে আহাদ।

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা আল আমিন রনি তার মা ও ছোট ভাইকে নিয়ে রাজধানীর মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গ্রামের বাড়িতে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী মিম। রনি দিনে মহাখালীর একটি ওয়ার্কশপে কাজ কাজ করতেন আর রাতে খাবার ডেলিভারি দিতেন। ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রনি। পরে ২০ জুলাই গ্রামের বাড়িতে এনে তাকে দাফন করা হয়।

রনির ঘরে মেয়ে সন্তান হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার। তিনি জানান, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আল আমিন রনির ঘর আলো করে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা ও মেয়ের জন্য উপজেলা প্রশাসন বানারীপাড়ার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। আমরা এই পরিবারটির পাশে আছি।

সৈয়দ মেহেদী হাসান/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *