নিলামের আগে ছেড়ে দেওয়া যে বিদেশি ক্রিকেটারকে ফেরাতে চায় চেন্নাই

নিলামের আগে ছেড়ে দেওয়া যে বিদেশি ক্রিকেটারকে ফেরাতে চায় চেন্নাই

আসন্ন আইপিএলের

আসন্ন আইপিএলের নিলামের আগে পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। নিয়ম অনুযায়ী, নিলামে আরও একজন ক্রিকেটারকে আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। কোন ক্রিকেটারের জন্য এই কার্ড ব্যবহার করতে পারে চেন্নাই?

গত ৩১ অক্টোবর ছিল রিটেনশন (ধরে রাখা ক্রিকেটার) ক্রিকেটার তালিকা জমা দেওয়ার শেষ সময়। মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে এবং মাথিশা পাথিরানাকে ধরে রেখেছে চেন্নাই। 

ফলে নিলামে একজন ক্রিকেটারের জন্য আরটিএম কার্ড (গত মৌসুমে দলে থাকা কোনো ক্রিকেটারকে নিলামে ওঠা দামে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ) ব্যবহার করতে পারে তারা। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, সেই ক্রিকেটার হতে পারেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে।

অবশ্য কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে সূত্রের খবর, চেন্নাই ফেরাতে চাইছে কনওয়েকে। ২০২২ সালে বাঁহাতি ব্যাটারকে দলে নিয়েছিল চেন্নাই। ২০২৩ সালে ধারাবাহিকভাবে খেলেছেন তিনি। দলকে আইপিএল জেতানোর নেপথ্যে ছিল তার ব্যাট। চোটের কারণে ২০২৪ সালের আইপিএলে যদিও খেলতে পারেননি কনওয়ে।

২০২৪ সালে রাচিন খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে। ১০ ম্যাচে করেছিলেন ২২২ রান। চারটি ম্যাচে খেলানো হয়নি তাকে। তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পেয়েছেন রাচিন। এদিকে, সর্বশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই। 

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিচন্দ্রন অশ্বিনকেও কিনতে পারে চেন্নাই। ২০১৫ সালে সিএসকের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল ভারতীয় স্পিনারের। ২০১৮ সালে চেন্নাই তাকে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন।

উল্লেখ্য, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াদেই নিলামের আয়োজন করা হচ্ছে। বোর্ডের সূত্রে ভারতের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ২৪ ও ২৫ নভেম্বরের কথা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিক অপেক্ষা করতেই হচ্ছে।

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *