রাজবাড়ীতে চালু করা হবে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

রাজবাড়ীতে চালু করা হবে ‘হ্যালো ডিসি’ অ্যাপ

রাজবাড়ী জেলায় তথ্যের আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজবাড়ী জেলায় তথ্যের আদান-প্রদানের জন্য ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এই হ্যালো ডিসি অ্যাপে সকল ধরনের ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশন থেকে আমরা তথ্য যাচাই করতে পারব। আপনারাও সেখান থেকে তথ্য নিয়ে যাচাই করতে পারবেন। এই অ্যাপে সবার ফোন নম্বর থাকবে। যে কোনো প্রান্তের লোক সে যদি প্রান্তিক গ্রামেরও হয় সে ফোন নম্বর দিয়ে তথ্য দিতে পারবে, মতামত দিতে পারবে। এ ধরনের অ্যাপ আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমি আশা করি আমরা চেষ্টা করব, আমার অথোরিটির সঙ্গে এ ব্যাপারে কথা বলব যাতে দ্রুতই আমরা এটা চালু করতে পারি। এই অ্যাপে সমস্ত ইনফরমেশন থাকবে, ফোন নম্বরগুলো থাকবে। আপনাদের (সাংবাদিক) যেমন উপকার হবে, তেমনি আমাদের অফিসারদের উপকার হবে।

তিনি বলেন, আপনারা সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা আপনাদেরকে বলি মিরর অব দ্য সোসাইটি। সাংবাদিকরা হচ্ছে সমাজের একটি দর্পণ। এই সমাজের জন্য সাংবাদিকদের গুরুত্ব অনেক। বিশেষ করে রাষ্ট্রের কী চাহিদা ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলো সঠিকভাবে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করছেন। আপনারা শুধু জাতীয় পার্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। টেকনোলজির এই যুগে আপনাদের কাজ গ্লোবালি ছড়িয়ে পড়ছে। আপনাদেরকে নিয়ে আগামীর যে পথচলাটা আমি বিশ্বাস করি সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে পাব।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,  আপনারা (সাংবাদিক) রিপোর্ট করবেন তথ্যের ভিত্তিতে। যে তথ্য পাবেন, যে তথ্যের সত্যটা পাবেন সেটির ভিত্তিতেই রিপোর্ট করবেন। কার বিরুদ্ধে রিপোর্ট, কার পক্ষে গেল সেটি নিয়ে ভাবার দরকার নেই।  আপনারা আপনাদের যে রিপোর্টে আসবে সেটা লিখবেন। আমি মনে করি যেটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন।

সভায় আরও বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহিরুল হক, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মো. শহিদুল ইসলাম হিরণ, সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান,  ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক মোর্শেদ আলম মালেক, সাংবাদিক কবির আহমেদ, সাংবাদিক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ী প্রেসক্লাবে সহ-সভাপতি ও আরটিভির প্রতিনিধি এম মনিরুজ্জামান, প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএ টিভির প্রতিনিধি সাজিদ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মো. শিহাবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠের চিফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, বিজয় টিভির প্রতিনিধি শেখ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নবাগত জেলা প্রশাসককে রাজবাড়ী প্রেসক্লাব ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মীর সামসুজ্জামান রাজবাড়ী/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *