শাড়িতেও বিশেষ বার্তা দিলেন ঊষসী!

শাড়িতেও বিশেষ বার্তা দিলেন ঊষসী!

ভাইফোঁটার দিনে এক অনন্য সাজে সেজেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এদিন পরনে সাদা শাড়ি ও সাদা ব্লাউজ। উৎসবটির উপলক্ষ্যেই এমন সাজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই শাড়ির মাধ্যমেই মনে করিয়ে দিলেন, বিচার এখনও শেষ হয়নি!

ভাইফোঁটার দিনে এক অনন্য সাজে সেজেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এদিন পরনে সাদা শাড়ি ও সাদা ব্লাউজ। উৎসবটির উপলক্ষ্যেই এমন সাজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই শাড়ির মাধ্যমেই মনে করিয়ে দিলেন, বিচার এখনও শেষ হয়নি!

কিন্তু কিসের বিচার নিয়ে কথা বলতে চাইছেন উষসী? ওপার বাংলায় আরজি কর কাণ্ডের কথা অনেকেরই হয়তো জানা। যা নিয়ে টানা কয়েকমাস পশ্চিমবঙ্গজুড়ে চলেছে প্রতিবাদ, আন্দোলন। এর রেশ না কাটতেই চলে আসল উৎসব! দুর্গাপূজা, এরপর কালিপূজা-দীপাবলিতে মেতে উঠল সবাই। আর এর সঙ্গে ঝাঁঝ কমতে থাকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের। এমন সময়ে অভিনেত্রী উষসী মনে করিয়ে দিলেন, বিচারের দাবি এখনও জারি রয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন ঊষসী। সেখানে নজর কেড়েছেন শাড়িতে। এরইমধ্যে ব্লাউজের পিঠ বরাবর লেখা ‘বিচার চাই’। শুধু তাই নয়, আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে বার বার উঠে এসেছে শিরদাঁড়ার প্রসঙ্গ। সেই কথাই ফের মনে করিয়ে দিল অভিনেত্রীর পরনে শাড়ির আঁচল। সেখানে লেখা ‘শিরদাঁড়া বিক্রি নেই’।

কেন ভাইফোঁটার দিন এই শাড়ি বেছে নিলেন ঊষসী? অভিনেত্রীর কথায়, ‘আন্দোলনের সময় এই শাড়িটি উপহার পেয়েছিলাম। সন্দীপা নামে এক আন্দোলনকারী পোশাকশিল্পী আমাদের কয়েকজনকে শাড়িটি বানিয়ে দেন। তিথি মেনে না হলেও, প্রতিবারই ভাইফোঁটা দিই। ভাইফোঁটা পালনের সঙ্গে সঙ্গে বোনের বিচারের দাবিও মনে রাখতে হবে। পূজা বা উৎসব যেমন রয়েছে, বিচারের কথাও ভুলে গেলে তো হবে না।’

নেটিজেনরা ঊষসীর এই ছবি দেখে নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই এই শাড়ি দেখে মুগ্ধ হয়েছেন। কেউ কেউ আবার খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, ‘প্রচারে থাকার জন্যই এমন পোশাক?’ অবশ্য এমন মন্তব্যে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

ডিএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *