চাঁপাইনবাবগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কন্সস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
সোমবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ অক্টোবর গোমস্তাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।
এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয় এবং ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আশিক আলী/আরকে