পুলিশকে বিশেষ ফুড প্যাকেট পাঠালেন শাহরুখ

পুলিশকে বিশেষ ফুড প্যাকেট পাঠালেন শাহরুখ

ট্রেন্ড ভেঙে এবার মাঝরাতে মন্নতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি কিং খান। মন্নত জুড়ে তখন কড়া নিরাপত্তা। তবে শনিবার সারাটা দিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তার অনুরাগীরা। এমনকি, মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও।

ট্রেন্ড ভেঙে এবার মাঝরাতে মন্নতের ছাদ থেকে ভক্তদের দর্শন দেননি কিং খান। মন্নত জুড়ে তখন কড়া নিরাপত্তা। তবে শনিবার সারাটা দিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তার অনুরাগীরা। এমনকি, মুম্বাই পুলিশের তৎপরতায় মন্নতের আশপাশে ঘেঁষতে পারেনি একজনও।

জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন। মন্নতের নিরাপত্তায় থাকা সমস্ত মুম্বাই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন শাহরুখ। 

আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন থ্যাঙ্ক ইউ নোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই মন্নতের বাইরে ভক্ত-অনুরাগীদের দেখা যায়। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করে। 

বাদশার ৫৯তম জন্মদিনেও সেই একই দৃশ্য দেখা গেছে। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই মন্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ইদ আর জন্মদিনে নিয়ম করে মন্নতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।

মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা। তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন। 

শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাদের নিরাশ করেননি কিং খান। তবে মন্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান। কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *