বংশালে ২৫টি ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বংশালে ২৫টি ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।

রোববার (৩ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে বংশালের ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। 

তিনি আরও জানান, পরে ককটেল সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি বংশাল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে রাত ১১টায় তারা ঘটনাস্থলে আসে। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

থানা সূত্রে জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসি/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *