৩ নভেম্বর : একনজরে আলোচিত সব খবর

৩ নভেম্বর : একনজরে আলোচিত সব খবর

অক্টোবরে এসেছে ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স, শেখ হাসিনা বার্নসহ নাম পরিবর্তন হলো যে ১৪ হাসপাতালের, পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার, খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু…

অক্টোবরে এসেছে ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স, শেখ হাসিনা বার্নসহ নাম পরিবর্তন হলো যে ১৪ হাসপাতালের, পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার, খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু…

রোববার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…

অক্টোবরে এসেছে ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৪০ কোটি (২.৪০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৭৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। সে হিসেবে, অক্টোবরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার।  

শেখ হাসিনা বার্নসহ নাম পরিবর্তন হলো যে ১৪ হাসপাতালের

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্সের গতি বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে।

সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

‘মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ মন্তব্য করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে।

পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইসি গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি, ৫ জনের নাম দিতে পারবে দলগুলো

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সার্চ কমিটি। 

খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে তার সফরসঙ্গী ১৫ সদস্যের প্রতিনিধি দলের ভিসা কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ভ্রমণের কার্ড এমআরটি পাসের নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

মেজাজ হারিয়ে দলীয় কর্মীর গায়ে হাত তুললেন ফখরুল

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজারে প্রবেশের আগে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে মেজাজ হারিয়ে দলীয় এক কর্মীর গায়ে হাত তোলেন তিনি।

ট্রাম্প-হ্যারিস: ক্ষমতায় গিয়ে কে কী করবেন?

আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ডেমোক্র্যাট দলীয় ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপালিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে যেকোনও একজনকে বেছে নেবেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়েই মানুষের আগ্রহ রয়েছে। কারণ বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের কর্মকাণ্ডের প্রভাব পড়ে বিশ্বজুড়ে। ফলে মারিজুয়ানার ব্যবহার থেকে শুরু করে অভিবাসী কিংবা পররাষ্ট্র ইস্যুতে প্রার্থীদের দৃষ্টিভঙ্গির দিকে যুক্তরাষ্ট্র তো বটেই বাইরের দুনিয়ারও নজর থাকে।

পাকিস্তানকে হারিয়ে সুপার সিক্সে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

হংকংয়ে অনুষ্ঠিত হংকং সুপার সিক্স টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার ফাইনালে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে লঙ্কানরা। 

এমজে

 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *