আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়েছে। এই সিরিজের থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য টাইগার অলরাউন্ডারের না থাকারটি বিষয়টি গতকালই জানা গিয়েছিল। এদিকে, অসুস্থ লিটন দাসের খেলা নিয়েও শঙ্কাটি সত্য হলো।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়েছে। এই সিরিজের থাকছেন না সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য টাইগার অলরাউন্ডারের না থাকারটি বিষয়টি গতকালই জানা গিয়েছিল। এদিকে, অসুস্থ লিটন দাসের খেলা নিয়েও শঙ্কাটি সত্য হলো।
গেল কয়েকদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন লিটন, যে কারণে এই উইকেটরক্ষক ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টেও খেলতে পারেননি। এবার ছিটকে গেলেন আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও। তিনি ছিটকে যাওয়ায় আবারও ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকির হাসান। এর আগে ডাক পেলেও বাঁ-হাতি এই ব্যাটারের ওয়ানডে অভিষেক হয়নি।
এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। মূলত কাঁধের চোট থাকায় তানজিম হাসান সাকিবকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। এ ছাড়া প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আলোচিত স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরের সিরিজই তিনি দলে ফিরলেন।
সাম্প্রতিক সময়ে অধিনায়কত্ব ইস্যুতে আলোচনায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে নেতৃত্বে রেখেই বাংলাদেশ আফগান সিরিজ খেলতে যাচ্ছে। তার সঙ্গে তিন ম্যাচের এই সিরিজের জন্য সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।
এসএইচ/এএইচএস