বেশ কয়েকদিন ধরেই আলোচনা ছিল রুবেন অ্যামোরিমকে নিয়ে। টানা ব্যর্থতার দায়ে গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকেই অ্যামোরিম ওল্ড ট্রাফোর্ডের ঠিকানায় নতুন কোচ হবেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এলো সেই ঘোষণা। যদিও এর আগে তার লিভারপুলের দায়িত্ব নেওয়ারও জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। পরবর্তীতে তাদের প্রস্তাব ফেরান অ্যামোরিম।
বেশ কয়েকদিন ধরেই আলোচনা ছিল রুবেন অ্যামোরিমকে নিয়ে। টানা ব্যর্থতার দায়ে গত ২৮ অক্টোবর এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকেই অ্যামোরিম ওল্ড ট্রাফোর্ডের ঠিকানায় নতুন কোচ হবেন বলে গুঞ্জন চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এলো সেই ঘোষণা। যদিও এর আগে তার লিভারপুলের দায়িত্ব নেওয়ারও জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। পরবর্তীতে তাদের প্রস্তাব ফেরান অ্যামোরিম।
এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইউনাইটেড। তবে পর্তুগিজ এই কোচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত আগামী তিন ম্যাচ ইউনাইটেডের ডাগআউট সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। পরে স্পোর্টিং লিসবন থেকে অ্যামোরিম প্রধান কোচের দায়িত্ব নিতে ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে যাবেন। ২০২৭ সালের জুন পর্যন্ত পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড।
এক বিবৃতিতে ইউনাইটেড বলেছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ। কোচ এবং ফুটবলার হিসেবে তিনি অনেক সমৃদ্ধ। স্পোর্টিং সিপির হয়ে দুটি প্রিমেইরা লিগ টাইটেল জিতেছেন, যা ক্লাবটির ১৯ বছরের ইতিহাসে প্রথম। ২০২৭ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি, সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। ১১ নভেম্বর ইউনাইটেডে যোগ দেবেন অ্যামোরিম।’
বিস্তারিত আসছে…
এএইচএস