নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই থানায় সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন- আজমেরি ওসমান (৪৫), ওসমান পুত্র অয়ন ওসমান (৩৭), শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই বিকেলে চিটাগাংরোডস্থ ভূমি পল্লীর সামনে পাকা রাস্তার ওপর সড়কের পাশে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। একপর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। এরপর প্রথমে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৩০ জুলাই গুরুতর অবস্থায় ঢাকা সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতালে গেলে চিকিৎসক তার হাতের অপারেশন করেন। পরে চিকিৎসক জানায় গুলিতে তার বাম হাতের রক্তের নালি ছিড়ে যাওয়ায় তার হাত এখন পঙ্গুত্বের পথে।

এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *