বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, দেশে দক্ষ জনশক্তি তৈরি হলে পর্যটন সেবার মান বৃদ্ধি পাবে। এতে পর্যটক সন্তুষ্টি অর্জনসহ এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। ফলশ্রুতিতে এ শিল্পে নিয়োজিত কর্মীদের জীবনমান বৃদ্ধিসহ এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেছেন, দেশে দক্ষ জনশক্তি তৈরি হলে পর্যটন সেবার মান বৃদ্ধি পাবে। এতে পর্যটক সন্তুষ্টি অর্জনসহ এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। ফলশ্রুতিতে এ শিল্পে নিয়োজিত কর্মীদের জীবনমান বৃদ্ধিসহ এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের পশ্চিম ঢাংমারীতে অবস্থিত বিভিন্ন রিসোর্ট কর্মীদের হাউজকিপিং, ফ্রন্ট অফিস ও অপারেশন ম্যানেজমেন্টসহ পরিবেশবান্ধব টেকসই পর্যটন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে জঙ্গলবাড়ী ম্যানগ্রোভ রিসোর্টে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। এ সময় তিনি এ কথা বলেন। এছাড়া পরিবেশবান্ধব টেকসই পর্যটন উন্নয়নে রিসোর্টকর্মীদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।
এ সময় আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, তরুণ উদ্যোক্তাদের দ্বারা তৈরি এসব ছোট আবাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি ব্যাপক হারে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি করছে। বনের ওপর নির্ভরশীল স্থানীয় জনগণের পর্যটনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এ জন্য প্রকৃত দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান তিনি।
পর্যটনের জন্য পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে পরিবেশবান্ধব টেকসই ইকো-ট্যুরিজম উন্নয়নের জন্য রিসোর্টসমূহের মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুরোধ করেন তিনি। প্রশিক্ষণে জঙ্গলবাড়ী ম্যানগ্রোভ রিসোর্ট, বনবাস রিসোর্ট, ম্যানগ্রোভ ভ্যালি, বনবিবি, বনলতা রিসোর্টসহ স্থানীয় বেশ কয়েকটি রিসোর্টের ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের ৩০ জন স্টাফ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের পরিচালনায় প্রশিক্ষণে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, হোটেল শেরাটন ঢাকার হাউজ কিপিং ম্যানেজার আজিজ শিকদার প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টের সহ-স্বত্বাধিকারী জাকারিয়া হোসাইন শাওন ও মো. ইমরান হোসেন। এছাড়া প্রশিক্ষণে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সুন্দরবন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ, বনলতা রিসোর্টের স্বত্বাধিকারী সুদীপ্ত গাইন, পিয়ালী রিসোর্টের স্বত্বাধিকারী কামাল খান সেখানে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/এফআরএস