নগর উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ জরুরি

নগর উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ জরুরি

বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা।

বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘নগরীর পরিবেশ উন্নয়নে তারুণ্য ভাবনা’ শীর্ষক একটি অবস্থান কর্মসূচি থেকে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে ১৬৮ নম্বর। যানজট, দূষণ, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, নগর পরিবহনসহ বিভিন্ন খাতে অব্যবস্থাপনার কারণে শহরটি ক্রমে বসবাসযোগ্যতা হারাচ্ছে। ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী জনসংখ্যার ৬০% নগর অঞ্চলে বসবাস করবেন এবং এর মাঝে ৬০ শতাংশ এর বয়স হবে ১৮ এর নিচে। নগর অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ ও এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ অবস্থায় বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার লক্ষ্যে নগরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

তারা বলেন, বর্তমানে দেশের মানুষের মৌলিক চাহিদাগুলো প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। যানজট, দূষণ, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, নগর পরিবহনসহ বিভিন্ন খাতে অব্যবস্থাপনার কারণে শহরটি ক্রমে বসবাসযোগ্যতা হারাচ্ছে। সব মানুষের জন্য কোনো ইতিবাচক পরিস্থিতি এ শহরে নেই। এ শহরের পরিষেবাগুলো তাদের জন্য অভিগম্য নয়। অবকাঠামো ও প্রকল্পভিত্তিক উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেওয়ায় ঢাকা কংক্রিট-সিমেন্টের জঞ্জালে পরিণত হয়েছে। পরিকল্পনা সংশ্লিষ্ট নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ঢাকার বাসযোগ্যতা আরও তলানির দিকে নিয়ে গেছে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন— তেঁতুলতলা মাঠ-রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, গ্রিন ভয়েসের সহ সমন্বয়ক হুমায়ন কবির সুমন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির, শের-ই-বাংলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন অপু, কনফিডেন্স মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহাজ্জত হোসেন প্রমুখ।

এএসএস/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *