ছাদখোলা বাসে জমকালো উদযাপন শেষে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা বাফুফে ভবনে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। তখন ফেডারেশন থেকে বের হওয়ার পথে দলটির ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফেডারেশনের স্টাফদের সঙ্গে তিনি কুশলাদিও বিনিময় করছিলেন। ওই সময় মুখোমুখি হন গণমাধ্যমের।
ছাদখোলা বাসে জমকালো উদযাপন শেষে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা বাফুফে ভবনে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। তখন ফেডারেশন থেকে বের হওয়ার পথে দলটির ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফেডারেশনের স্টাফদের সঙ্গে তিনি কুশলাদিও বিনিময় করছিলেন। ওই সময় মুখোমুখি হন গণমাধ্যমের।
বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করে খানিকটা বিশ্রাম খুঁজছেন এই ব্রিটিশ কোচ। দুই সপ্তাহের জন্য ইংল্যান্ড যেতে চান তিনি, ‘আমার একটু পারিবারিক কারণে ইংল্যান্ড যাওয়া প্রয়োজন। সেটা সপ্তাহ দুয়েকের জন্য।’ বাংলাদেশে অনেক ফুটবল কোচ নিজ দেশে গিয়ে আর ফেরেন না। সাফ চ্যাম্পিয়ন পিটার বাটলারের ক্ষেত্রেও কি এমন হবে? এমন প্রশ্ন করতেই তার উত্তর, ‘আমার সঙ্গে ফেডারেশনের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। পেশাদার কোচ হিসেবে আমি সেই সময় পর্যন্ত কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’
এর আগে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বাংলাদেশে আগমন ঘটেছিল বাফুফে একাডেমির কোচ হিসেবে। মাস তিনেক পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে দায়িত্ব নেন নারী দলের। সাত মাসের দায়িত্ব পালন করে তিনি এখন পরিপূর্ণ, ‘আমাকে সালাউদ্দিন ও কিরণ অনুরোধ করেছিল সাফ ফুটবল সামনে রেখে নারী দলকে সাহায্য করতে। ফেডারেশনকে সহায়তার জন্য আমি কাজ করেছি। আমার দায়িত্ব পরিপূর্ণ এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন করে প্রতিশ্রুতি রক্ষা করেছি।’
এদিকে, বিভিন্ন মাধ্যমে খবর রটেছে– নারী দলের সঙ্গে আর কাজ করতে চান না এবং বেতনও বকেয়া পড়েছে এই বাংলাদেশ কোচের। এই দুটি বিষয় আজ সন্ধ্যায় পরিষ্কার করে বলেন, ‘সাফ পর্যন্ত আমাকে দায়িত্ব পালনের অনুরোধ করেছিল, আমি সেটা পূরণ করেছি। এই সময়ের মধ্যে আমি সবার বন্ধু হতে পারিনি। অনেককে দল থেকে বাদ ও খেলায় বাদ পড়ায় অসন্তুষ্ট হয়েছে। সবাইকে সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। বেতন বকেয়ার বিষয়টি সঠিক নয়। এটি চলমান প্রক্রিয়া। অল্প কিছু বিলম্ব হলেও হালনাগাদই থাকে। আমি এতে অসন্তুষ্ট নই।’
গত ২৬ অক্টোবর বাফুফের নতুন কমিটি এসেছে। সভাপতি পদে পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি তাবিথ আউয়াল সাফ চ্যাম্পিয়ন কোচকে নারী দলের সঙ্গে রাখতে চাইলে থাকবেন কি না এই প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘নতুন সভাপতির সঙ্গে আমার এখনও আলোচনা হয়নি। তিনি যদি দায়িত্ব চলমান রাখতে বলেন, তখন ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব।’
বাফুফের সঙ্গে বাটলারের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। আড়াই মাসেরও একটু বেশি সময়। নতুন চাকরি বা প্রস্তাব নিয়ে খুব উদ্বিগ্ন নন এই ব্রিটিশ কোচ, ‘আমি চাকরি খুঁজছি না। বাফুফের চুক্তি শেষ বা আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’
এজেড/এএইচএস