ছাত্রী নিহতের ঘটনায় উত্তাল ববি, দিনভর সড়ক অবরোধ 

ছাত্রী নিহতের ঘটনায় উত্তাল ববি, দিনভর সড়ক অবরোধ 

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন  শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন  শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় জড়িতদের বিচারের দাবিসহ কয়েক দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে নিহত ফৌজিয়া মিমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল রাতে মাইশার মৃত্যুর পর বাসটি জ্বালিয়ে দেওয়া হয়। পরে টানা পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন উত্তেজিত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মাইশা মিমকে হত্যা করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচার করতে হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপদ সড়কসহ বাস মালিককে হাজির করার কথাও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করবে তারা। তাকে ধরার জন্য পুলিশ প্রশাসন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। আমরা শিক্ষার্থীদের দাবিসহ মাইশার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। বাস মালিককে দ্রুত সময়ের মধ্যে হাজির করা হবে। এ ছাড়া নিরাপদ সড়কসহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা করেছি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আজকের মধ্যে মাইশা হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা; তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া; মালিকপক্ষকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করে গণমাধ্যমে প্রচার; ফুটওভার ব্রিজ নির্মাণ; বাসের রুট পারমিট বাতিল; বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার জন্য নির্ধারিত স্পিড; স্পিড সেন্সর ও স্পিড ব্রেকার; হাসপাতালের ব্যবস্থা উন্নতিকরণ; অ্যাম্বুলেন্সের সুবিধা বাড়ানো; বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা মেরামত; ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাথ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। তিনি পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামের বাস তাকে চাপা দেয়।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *