ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ জল্পনা।
ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ জল্পনা।
বেশ কিছুদিন হল সেনগুপ্ত পদবি ব্যবহার করছেন না নীলাঞ্জনা। তারপর থেকেই সেই জল্পনা আরও তুঙ্গে। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে রাজি নন তারা।
তবে এবার নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আরও খানিকটা ইঙ্গিতবাহী। যিশুই কি তাকে বাধ্য করেছিলেন এমন কঠিন সিদ্ধান্ত নিতে? নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্টে চোখ আটকে গেছে অনেকেরই।
পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যা হয়েছে সেটা ততটাও খারাপ কিছু নয়। যদি খারাপ কিছু হয়েও থাকে, সেটা তেমন বড় বিষয় নয়। যদি সেরকম কিছু হয়েও থাকে, আমি মনে করি না তাতে আমার কোনও দোষ আছে। আমি ভেবেচিন্তে তেমন কিছুই করিনি। যদি করেও থাকি, তুমিই বাধ্য করেছ আমায় সেটা করতে।’
সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামক একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন নীলাঞ্জনা। সেখানে অভিনেত্রী জানান, একটা সময় মুম্বাই থেকে ভালোবাসার টানে কলকাতায় চলে এসেছিলেন।
যে কারণে একটা সময় ক্যারিয়ারে বাধাও পড়েছিল তার। যদিও এই ঘটনায় কোনও রিগ্রেট নেই অভিনেত্রীর। বরং, প্রচুর ভালো লাগা আছে। তিনি মন থেকে যা চেয়েছেন, সে ভাবেই জীবনে এগিয়ে যেতে পেরেছেন।
এমআইকে