বিকেলে খেললেন, সন্ধ্যায় ক্যাম্পাসেই মৃত্যু নোবিপ্রবি শিক্ষার্থীর

বিকেলে খেললেন, সন্ধ্যায় ক্যাম্পাসেই মৃত্যু নোবিপ্রবি শিক্ষার্থীর

ফুটবল খেলে রুমে ফেরার পথে অসুস্থ হয়ে মোস্তফা তারেক সিয়াম নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হৃদক্রিয়া বন্ধ হয়ে সিয়াম মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফুটবল খেলে রুমে ফেরার পথে অসুস্থ হয়ে মোস্তফা তারেক সিয়াম নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হৃদক্রিয়া বন্ধ হয়ে সিয়াম মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিয়াম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আদালতপুর গ্রামে।

সিয়ামের সহপাঠীরা ঢাকা পোস্টকে বলেন, সে বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলে রুমে ফেরার পথে আবাসিক হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সিয়ামকে সঠিক সময়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেন্টারের অবহেলা ছিল।

সিয়ামের মৃত্যুর ব্যাপারে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, সে খুবই আন্তরিক ও ভদ্র ছেলে ছিলো । চিকিৎসকরা বলেছেন হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সহপাঠীরা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি রয়েছে। সব বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানাব। সিয়ামের এই অকাল মৃত্যুতে আমরা পুরো শিক্ষা প্রশাসন পরিবার শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে সিয়ামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, তার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এই মৃত্যুর ঘটনা তদন্ত করতে আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করব। এই ঘটনার সুস্পষ্ট প্রমাণ এবং তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরিবহন পুল এবং মেডিক্যাল সেন্টারের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির গাফিলতি থাকলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ও পরিবহন পুলের সংকটগুলো দ্রুত সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

হাসিব আল আমিন/এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *