ক্লান্তি-অবসাদে ভুগছেন ইসরায়েলের সংরক্ষিত সেনারা

ক্লান্তি-অবসাদে ভুগছেন ইসরায়েলের সংরক্ষিত সেনারা

গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশও হয়ে পড়েছেন অনেকে।

গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশও হয়ে পড়েছেন অনেকে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা, যা এখনও চলছে। এ অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সংরক্ষিত বিভাগের প্রায় ৩ লাখ সেনা। এই সেনাদের মধ্যে ১৮ শতাংশই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের বয়স ৪০ বছরের ওপরে।

ইসরায়েলে অবশ্য নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ফলে দেশটির সংরক্ষিত সেনা বাহিনীতে কখনও সেনা সদস্যের অভাব হয় না।

তাছাড়া গাজা এবং সম্প্রতি শুরু হওয়া লেবানন অভিযানে খুব বেশি সংখ্যক সেনা নিহত হয়েছেন— ব্যাপারটি এমনও নয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রেকর্ড অনুসারে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৩৬৭ জন সেনা এবং গত সেপ্টেম্বর মাসে লেবাননে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে ৩৭ জন সেনা নিহত হয়েছেন।

তবে দীর্ঘ এই যুদ্ধ সেনাদের মধ্যে ক্লান্তি-অবসাদ বাড়িয়ে দিচ্ছে। কয়েক দিন আগে ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত বিভাগের সদস্য এরিয়েল সেরি লেভি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এক পোস্টে বলেন, “আমরা ডুবে যাচ্ছি। এই যুদ্ধ আমাদের শেষ করা উচিত, কারণ আমরা সংরক্ষিত বিভাগের সদস্যরা কেউই নিয়মিত সেনাসদস্য নই। আমি সবসময়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে প্রস্তুত, কিন্তু এখন, এই মুহূর্তে আমি সত্যিই ক্লান্ত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরিয়েলের এই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কয়েক হাজারবার শেয়ার হয়েছে পোস্টটি।

সম্প্রতি সংরক্ষিত সেনাদের থেকে বেশ কয়েকজনকে অব্যাহতি দিয়েছে আইডিএফ। তেমনই একজন সেনাসদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, “আমি খুবই ক্লান্ত ছিলাম; যুদ্ধের ভয়াবহতায় হাঁপিয়ে উঠছিলাম। স্বাভাবিকভাবেই কাজে তার প্রভাব পরছিল। মূলত এ কারণেই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অবশ্য ব্যতিক্রমীও রয়েছেন অনেক। ৫২ বছর বয়সী ডেভিড জেনৌ তাদের মধ্যেই একজন। ইসরায়েলি বাহিনীর সেনা হিসেবে ২৫০ দিন দায়িত্ব পালনের পর বর্তমানে ছুটিতে আছেন ডেভিড। কিছুদিনের ম্ধ্যে লেবাননে যাওয়ার কথা রয়েছে তার।

ব্যক্তিগত বা পেশাগতভাবে তিনি একজন রাব্বি (ইহুদি পুরোহিত) এবং ৭ সন্তানের এই পিতা। এএফপিকে ডেভিড বলেন, “দেশকে সেবা করা আমার জন্য সম্মানের এবং আমার পক্ষে যতখানি সম্ভব আমি দেশকে দেবো। কারণ আমাদের কখনও ভুললে চলবে না যে এটা একটা যুদ্ধ এবং আমাদের নিয়মিত বাহিনীতে পর্যাপ্তসংখ্যক সেনা নেই।”

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *