ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য

ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চলছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ-নেপাল কেউই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় রয়েছে ম্যাচ। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চলছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ-নেপাল কেউই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় রয়েছে ম্যাচ। 

কিক-অফের পর পরই বাংলাদেশ লিড নেওয়ার প্রথম সুযোগ পেয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষকের পরিবর্তে গোল কিক নিয়েছিলেন নেপালি ডিফেন্ডার। পা পিছলে পড়ে যাওয়ায় ভালো মতো শট নিতে পারেননি। বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা বল পেয়ে যান। তবে তহুরার তাৎক্ষণিক শট ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বলে তহুরা হেড করলে গোলরক্ষক সেভ করেন।

বাংলাদেশের মতো নেপালের একটি শটও ক্রসবারে প্রতিহত হয়েছে। ম্যাচের ১৫ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে বক্সের বাইরে থেকে নেপালি ফরোয়ার্ড আমিশার শট পোস্টে লাগে।

ফাইনাল ম্যাচ হওয়ায় দুই দলই স্নায়ুচাপে রয়েছে। ভুল পাস করেছে দুই দলই। সংঘবদ্ধ আক্রমণে নেপাল খানিকটা এগিয়ে ছিল। নেপালের তারকা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারীকে বাংলাদেশ দুর্দান্ত পাহারায় রেখেছে। সাবিত্রা প্রথমার্ধে তেমন সুযোগ পাননি। তবে বাংলাদেশের বক্সে নেপাল দুই-তিনটি গোলের সুযোগ পেলেও নেপালি ফুটবলাররা বল নিয়ন্ত্রণ করতে পারেননি। পা পিছলে পড়েছেন কয়েকবারই। বাংলাদেশের সংঘবদ্ধ আক্রমণ খানিকটা কম হলেও কর্নার পেয়েছিল দু’টি। এতে অবশ্য গোল আদায়ের মতো কিছু করতে পারেননি সাবিনারা। 

বাংলাদেশ নেপালের বিপক্ষে ২০২২ সালে সাফের ফাইনালই একমাত্র জয়লাভ করেছিল। এর আগে ও পরে কখনোই নেপালকে হারাতে পারেনি। ২০২২ সালের পর এশিয়ান গেমস ও প্রীতি ম্যাচে একাধিকবার মুখোমুখি হলেও সব ফলাফলই ছিল ড্র। আজ নির্ধারিত সময়ে খেলা ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে। 

এজেড/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *