কক্সবাজার সরকারি কলেজের লোগো পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর লোগো থেকে নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই-খাতা ঠিক রেখে খাতার ওপর যুক্ত করা হয়েছে কলম। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি কলেজকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজের প্রক্রিয়াকে আরও গতিশীল করার প্রথম ধাপ হিসেবে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
কক্সবাজার সরকারি কলেজের লোগো পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর লোগো থেকে নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই-খাতা ঠিক রেখে খাতার ওপর যুক্ত করা হয়েছে কলম। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি কলেজকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজের প্রক্রিয়াকে আরও গতিশীল করার প্রথম ধাপ হিসেবে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন ছাত্র মিজবাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম কলেজের লোগোতে পরিবর্তন আনতে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।
আরেক শিক্ষার্থী খোরশেদ বলেন, এতদিন কলেজ রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে।
কক্সবাজার সরকারি কলেজের লোগের বিবরণ-
১) ২১টি তারা (একুশে ফেব্রুয়ারি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)৬) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)
সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর