পেনাল্টি মিসে মেসির লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

পেনাল্টি মিসে মেসির লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

ফুটবল দুনিয়ার প্রায় সব রেকর্ডই নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল কিংবা অ্যাসিস্ট বা ব্যক্তিগত সাফল্য– সাবেক বর্তমান মিলিয়ে অনেকের ক্যারিয়ারের চেয়ে এগিয়ে এই দুই মহাতারকা। তবে ফুটবল ইতিহাস নিজেদের করে নেওয়া এই দুই তারকা ফুটবলের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নিজেদের তুলেছেন একই সঙ্গে। 

ফুটবল দুনিয়ার প্রায় সব রেকর্ডই নিজেদের করে নিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল কিংবা অ্যাসিস্ট বা ব্যক্তিগত সাফল্য– সাবেক বর্তমান মিলিয়ে অনেকের ক্যারিয়ারের চেয়ে এগিয়ে এই দুই মহাতারকা। তবে ফুটবল ইতিহাস নিজেদের করে নেওয়া এই দুই তারকা ফুটবলের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নিজেদের তুলেছেন একই সঙ্গে। 

ফুটবলের দুনিয়াতে গোল করার সবচেয়ে সহজ সুযোগ বলা যেতে পারে পেনাল্টি। কিন্তু স্নায়ুচাপের এই সুযোগটাই দুই মহাতারকা মিস করেছেন সবচেয়ে বেশি। আগেই ৩১ পেনাল্টি মিস করে এই তালিকায় সবার ওপরে ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এবারে তাতে ভাগ বসালেন রোনালদোও। 

সবশেষ সৌদি আরব ফুটবলের ঘরোয়া প্রতিযোগিতা কিংস কাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিস করেছেন পেনাল্টি। ঘরের মাঠে এই ম্যাচে তার পেনাল্টি মিসের সুবাদেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে হট ফেবারিট আল নাসরকে। ৯৬ মিনিটে পেনাল্টিতেই অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোনালদোর পেনাল্টি মিস তা আর হতে দেয়নি। 

পর্তুগিজ তারকার নেয়া পেনাল্টি চলে যায় গোলবারের অনেকটা ওপর দিয়ে। মাইলসন বিপরীতে ঝাঁপ দিলেও বলটাই লক্ষ্যে থাকেনি আর। বারের ওপর দিয়ে যাওয়া সেই বলের আঘাতে আবার আহত হয়েছেন রোনালদোরই এক ক্ষুদে ভক্ত। হাতের মোবাইলটাও ভেঙেছে সেই ভক্তের। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮টি পেনাল্টিতেই গোল করেছিলেন রোনালদো। ১৯তম পেনাল্টিতে এসে পেয়েছেন মিস করার স্বাদ। 

গতকালের মিসে ক্যারিয়ারে ৩১তম পেনাল্টি মিস করেছেন রোনালদো। ফুটবলে পেনাল্টি সুযোগ নষ্টের তালিকায় লিওনেল মেসির সঙ্গেই এখন সবার ওপরে তিনি। ক্যারিয়ারে ১৯৯ পেনাল্টি থেকে রোনালদো গোল করেছেন ১৬৮ বার। সবমিলিয়ে ৮৪ দশমিক ৪২ শতাংশ ক্ষেত্রেই পেনাল্টি জালে জড়িয়েছেন পর্তুগিজ তারকা। 

মেসির ক্ষেত্রে রেকর্ড কিছুটা মন্দ। ১৪০ ক্যারিয়ার পেনাল্টি থেকে ১০৯ টিতে সফলতা পেয়েছেন মেসি। তার সাফল্যের হার ৭৭ দশমিক ৯ শতাংশ। পেনাল্টির ক্ষেত্রে মেসি বেশ খানিকটা পিছিয়েই আছন রোনালদোর তুলনায়। 

অবশ্য তুলনার ক্ষেত্র যদি হয় জাতীয় দল, সেক্ষেত্রে মেসির পক্ষেই কথা বলবে পরিসংখ্যান। আলবিসেলেস্তেদের হয়ে মেসি নিয়েছেন ২৯ পেনাল্টি। ৫ টি করেছেন মিস। গোল এসেছে ২৪টিতে। আর রোনালদো ২৮ পেনাল্টি থেকে কেবল ২০ বারই বল জালে জড়িয়েছেন। মিস করেছেন ৮ পেনাল্টি। দেশের হয়ে মেসির পেনাল্টি সাফল্য যেখানে ৮৩ শতাংশের কাছাকাছি। রোনালদোর সাফল্যের হার তখন কেবল ৭১ দশমিক ৪ শতাংশ। 

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *