বাহরাইনে রংধনু স্পোর্টিং ক্লাব বন্ধু মহলের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বাহরাইনের জিদহাফস ফেসকারার অভিজাত রেস্টুরেন্টে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বাহরাইনে রংধনু স্পোর্টিং ক্লাব বন্ধু মহলের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বাহরাইনের জিদহাফস ফেসকারার অভিজাত রেস্টুরেন্টে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে রংধনু স্পোর্টিং ক্লাব বাহরাইনের সভাপতি মুজাক্কিরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংধনু স্পোর্টস ক্লাব বাহরাইনের প্রধান উপদেষ্টা দিলদার মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাহরাইনের রাজনীতিবিদ ওলিওর রহমান।
এতে সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিনসহ বাহরাইনের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।