জামালপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

জামালপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে ক্যান্সার রোগীর কথা বলে চাঁদা তুলতে গিয়ে তিনজন ‘ভুয়া সমন্বয়ক’কে আটক করেছেন সাধারণ জনতা।

জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে ক্যান্সার রোগীর কথা বলে চাঁদা তুলতে গিয়ে তিনজন ‘ভুয়া সমন্বয়ক’কে আটক করেছেন সাধারণ জনতা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিনজনকে পুলিশে দেওয়া হয়।

আটকরা হলেন- সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওয়াদুদের মেয়ে ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৈশাখী আক্তার (২১), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাদ হাসান (১৮), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে ও সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাদ হাসান (১৯) ও একই ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকার সুরুজ আলীর ছেলে ও আলহাজ্ব মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ (১৯)।

আটক বৈশাখী বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলি। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই। তিনি এই টাকা দিয়ে কী করেন তা আমরা জানি না।

এছাড়া রিফাত ও সিফাত বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলন করার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে আকুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, তারা সাধারণ শিক্ষার্থী। এমন কাজ আর করবেন না এমন শর্তে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মুত্তাছিম বিল্লাহ/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *