পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (২৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার সেকেন্দার হোসেন কালু প্রমাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে সাজিদ জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এতে জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হয় সাজিদ ডেঙ্গু আক্রান্ত। তার দ্রুত প্লাটিলেট কমতে থাকলে গত ২৫ অক্টোবর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সে মারা যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওখান থেকেই রিপোর্ট হয়েছে। আমরা বিষয়টি জানতে পেরেছি। 

রাকিব হাসনাত/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *