টেস্টে অশ্বিনের একাধিক রেকর্ড

টেস্টে অশ্বিনের একাধিক রেকর্ড

সিরিজ বাঁচানোর লক্ষ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। ম্যাচের প্রথমদিন ভারতের পক্ষে মূল তান্ডব চালিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে তিনি ৭ উইকেট নিয়েছেন। বাকি তিন উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আর তাতেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। এদিন তিনি মূলত দুটি রেকর্ড গড়েছেন।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। ম্যাচের প্রথমদিন ভারতের পক্ষে মূল তান্ডব চালিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে তিনি ৭ উইকেট নিয়েছেন। বাকি তিন উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আর তাতেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। এদিন তিনি মূলত দুটি রেকর্ড গড়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে বর্তমানে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল নাথান লায়নের দখলে। এখন পর্যন্ত এই অস্ট্রেলিয়ান ‍স্পিনার ১৮৭ উইকেট শিকার করেছেন। সেই রেকর্ড ভাঙতে অশ্বিনের প্রয়োজন ছিল দুই উইকেট। ৩৮ বছর বয়সী এই ভারতীয় তারকা কিউই অধিনায়ক টম ল্যাথামের পর উইল ইয়ং ও ডেভন কনওয়েকে ফিরিয়ে সেই রেকর্ড নিজের নামে লিখে ফেলেছেন।

ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিজ্ঞ এই বোলারের উইকেট সংখ্যা ১৮৯টি। দুইয়ে থাকা লায়নের উইকেট ১৮৭টি। এ ছাড়া টেস্ট ফরম্যাটের বৈশ্বিক এই প্রতিযোগিতায় অশ্বিন-লায়নের পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (১৭৫) ও মিচেল স্টার্ক (১৪৭), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (১৩৪)। তবে ইতোমধ্যে ব্রড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় তার আর উইকেটসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।

এদিকে, অশ্বিন টেস্ট ফরম্যাটে উইকেট শিকারে আরও একটি কীর্তি গড়েছেন। ১০৪তম টেস্ট খেলতে নেমে এদিন তার শিকার ৩ উইকেট। ফলে টেস্টে উইকেট (৫৩১) শিকারে ভারতীয় তারকার বর্তমান অবস্থান সাত নম্বরে। এদিক থেকেও তিনি টপকে গেছেন লায়নকে। দীর্ঘতম সংস্করণে অজি স্পিনারের উইকেট ৫৩০টি। তবে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট অশ্বিনের নামে।  

আন্তর্জাতিক টেস্টে ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এরপর যথাক্রমে আছেন অজি গ্রেট শেন ওয়ার্ন (৭০৮), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৭০৪), ভারতের অনিল কুম্বলে (৬১৯), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬০৪) ও অজি তারকা গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *