ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে যোগ্য মহাপরিচালক পদায়নের দাবি

ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে যোগ্য মহাপরিচালক পদায়নের দাবি

দেশের একমাত্র সমুদ্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে (বোরি) এর মহাপরিচালক পদে যোগ্যতার ভিত্তিতে পরিচালক পদায়নের আহ্বান জানিয়েছে মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক (এমজেএন)।  

দেশের একমাত্র সমুদ্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে (বোরি) এর মহাপরিচালক পদে যোগ্যতার ভিত্তিতে পরিচালক পদায়নের আহ্বান জানিয়েছে মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক (এমজেএন)।  

তারা বলেন, নৌ-বাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগের কারণে বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারাবে। একারণে সরকারকে বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৩ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক কেফায়েত শাকিল এই আহ্বান জানান।

তারা বলেন, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট দেশের একমাত্র সমুদ্র বিষয়ক গবেষণা সংস্থা। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে যোগ্য ব্যক্তিকে পদায়ন না করাসহ নানান দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার এই প্রতিষ্ঠানটির সংস্কারের উদ্যোগ নিয়েছে দেখে আমরা আশাবাদী হয়েছি। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদে গবেষকের পরিবর্তে নৌবাহিনী কর্মকর্তাকে পদায়নের কারণে উদ্ভূত পরিস্থিতি আমাদের উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, এই গবেষণা প্রতিষ্ঠানটিতে নৌ বাহিনী থেকে কর্মকর্তা নিয়োগের কারণে এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে বলে মত প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের সংশ্লিষ্ট সেক্টরের সকল গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে টানা এক সপ্তাহ আন্দোলনও করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মচারীরা। কিন্তু কারো আপত্তিকে গুরুত্ব না দিয়ে সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। যা জনতার সরকারের বিপরীত আচরণ বলে আমরা মনে করছি। সরকারের এমন আচরণের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সামরিক শাসন শুরুর পরিবেশ লক্ষ্যায়িত হচ্ছে বলেও আমরা শঙ্কা করছি। যা গবেষণার পরিবেশের পরিপন্থি।

বিবৃতিতে তারা দেশের গবেষক ও শিক্ষকদের উদ্বেগ আমলে নেওয়া, বোরির গবেষণার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া, বোরি পরিচালনা পর্ষদ সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে পরিচালনা পর্ষদে গণমাধ্যম থেকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রতিনিধি সংযুক্ত করার দাবিও জানান।

আরএইচটি/এমএসএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *