আফ্রিকান স্পিনারকে যে পরামর্শ দিয়েছিলেন তামিম

আফ্রিকান স্পিনারকে যে পরামর্শ দিয়েছিলেন তামিম

বাংলাদেশের উইকেট সম্পর্কে জানতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই দুই তারকা। সেখান থেকেই তামিমের সঙ্গে মহারাজের ভালো বন্ধুত্ব ও সখ্যতা গড়ে ওঠে। মিরপুরের উইকেট ভালোই চেনা তামিমের। ফলে পিচ নিয়ে ধারণা নিতে এই আফ্রিকান স্পিনার তামিমের শরণাপন্ন হয়েছিলেন। 

বাংলাদেশের উইকেট সম্পর্কে জানতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই দুই তারকা। সেখান থেকেই তামিমের সঙ্গে মহারাজের ভালো বন্ধুত্ব ও সখ্যতা গড়ে ওঠে। মিরপুরের উইকেট ভালোই চেনা তামিমের। ফলে পিচ নিয়ে ধারণা নিতে এই আফ্রিকান স্পিনার তামিমের শরণাপন্ন হয়েছিলেন। 

আজ (বুধবার) টেস্টের তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে মহারাজ বলেন, ‘হ্যাঁ, আমি তামিম ভাইকে একটা মেসেজ করেছিলাম। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, বিপিএলেও একই দলে খেলেছি। আমি তার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি কন্ডিশন ও এখানকার অবস্থা নিয়ে। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন উইকেট কেমন হতে পারে; ওগুলো ভুল ছিল না। উইকেট তিনি একশ ভাগ ঠিক পড়েছেন।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনই স্বস্তিতে থাকতে পারছেন না। মেহেদী মিরাজ ও জাকের আলি অনিক মিলে ১৩৮ রানের জুটি গড়েন। যার প্রশংসা করে মহারাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজকে ভালো করেছে। কন্ডিশন একটু ভালো হয়েছে, বল পুরোনো হওয়ার পর। কিন্তু আমার মনে হয় এখনও আমরা এগিয়ে আছি। বাংলাদেশ এখন লিডে আছে। আমরাও তিন উইকেট দূরে আছি।’

তৃতীয় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করেছে। বর্তমানে স্বাগতিকদের লিড ৮১ রান। জয় পেতে হলে চতুর্থ দিন লক্ষ্যটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে মিরাজদের। একইভাবে বাংলাদেশকে যত দ্রুত গুটিয়ে দিতে চান মহারাজ, ‘আমাদের যতটা কম রানে সম্ভব তাদেরকে আটকে দিতে হবে। কিন্তু আমি এখনও মনে করি, আমরা ঘুরে দাঁড়াবো। আমরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যা করেছি, সেটা মাথায় রেখে বলছি।’

এসএইচ/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *