আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকমনে। এবার পরিচালক জানালেন, ভারতীয় সংগীত সংস্থা টি-সিরিজ থেকেই মুক্তি পাবে ‘দরদ’ ছবির সবকটি গান।
আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকমনে। এবার পরিচালক জানালেন, ভারতীয় সংগীত সংস্থা টি-সিরিজ থেকেই মুক্তি পাবে ‘দরদ’ ছবির সবকটি গান।
মঙ্গলবার ফেসবুক লাইভে এসে অফিসিয়াল ঘোষণা হিসেবে টি-সিরিজ থেকে ‘দরদ’র গান মুক্তি দেওয়ার কথা জানান অনন্য মামুন। এ সময় অনন্য মামুন বলেন, ‘শাকিব খানের ছবি ‘দরদ’ কবে আসবে, এর গান কবে আসবে এটাই আপনাদের চাওয়া-পাওয়া। প্যান ইন্ডিয়ান ফিল্মে বাংলাদেশ থেকে একজন ডিরেক্টর গিয়ে মুম্বাইতে গিয়ে ধাক্কাধাক্কির করে জায়গা নেওয়াটা অনেক কষ্টের একটি বিষয়, অনেক চ্যালেঞ্জিং।’
অনন্য মামুন বলেন, ‘আমরা অফিসিয়ালি আজকে জানাচ্ছি, ফাইনালি টি-সিরিজ থেকে ‘দরদ’ এর হিন্দি গানগুলো রিলিজ হচ্ছে। এ নিয়ে কোনো গ্যাপ নেই, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই।’
এই নির্মাতা বলেন, ‘আমাদের ছবির কাজ প্রায় সব রেডি। শ্যুটিং শেষ, সেন্সর শেষ। এর মানে আমাদের কাছে ছবিটি প্রস্তত। টি সিরিজ থেকে শিডিউল বের করতে অনেক বড় যুদ্ধ ছিল। এখন আমরা ফাইনালি টি-সিরিজ থেকেই ‘দরদ’ এর গান বের করব, আর এটিই সবচেয়ে বড় খবর আপনাদের জন্য। এদিকে ২২ টা দেশ আমরা প্রস্তত রেখেছি ছবিটা রিলিজ দেওয়ার জন্য।’
এদিকে ফেসবুক আরেক ফেসবুক পোস্টে ৫০ ফিট সাইজের একটি কাট-আউট লায়ন্স সিনেমাস-এ উন্মুক্ত করার ঘোষণা দেন। বেশ ঢাক-ঢোল পিটিয়ে ৫০ ফিট সাইজের কাটআউট উন্মুক্ত করার কথা জানালেও বাস্তবে একটা ব্যানার উন্মুক্ত করেছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন। এ নিয়ে বেশ কটাক্ষ ও সমালোচনার মুখেও পড়েন তিনি।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘একটা জিনিস কাল থেকে হচ্ছে, অনন্য মামুন নাকি কাট-আউট, বিলবোর্ড বোঝে না; ভুল ঘটনা। অনন্য মামুন যা বোঝে, তা অনেকেই বোঝে না। কাল আমরা কাট-আউটটিই বানানোর চেষ্টা করেছি, সমস্যা যেটা হয়েছে আপনারা দেখেছেন, পেছনে একটা গ্লাসের বিল্ডিং ছিল। যে জায়গাটাতে আমরা কাটিং করতে পারি নি। নিরাশ হওয়ার কিছু নাই, আমরা বেশ কিছু হলে কাট-আউট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।’
শেষে অনন্য মামুন বলেন, ‘নতুন যেকোনো কিছু করতে সময় লাগে, বাধা আসে। আপনাদের কথা দিয়েছিলাম, ছবির টিজার দিব, গানের টিজার দিব, আপনারা হ্যাপি হয়েছেন। আর বলেছিলাম এমন কিছু দিব, আপনারা পাগল হয়ে যাবেন। আসলেই তো পাগল হয়েছেন। সেই গান দেখানোর জন্যই আপনাদের জন্য এত কিছু, গানই আপনাদের দিব। আরেকটা বিষয়, শাকিবিয়ানদের নিয়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এবং সেখানে অনেক বড় ধামাকাও থাকছে। ছবির সব কিছুই প্রস্তত, আমাদের একটু সময় দেন, রাগ করবেন না। ‘দরদ’ ভালো কিছু হচ্ছে, এই অনন্য মামুনকেই আপনারা মাথায় নিয়ে নাচবেন।’
‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। শাকিব খানের বিপরীতে ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
ডিএ