রশিদের ৫ বলে ৫ ছক্কা পোলার্ডের

রশিদের ৫ বলে ৫ ছক্কা পোলার্ডের

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কম, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও ২২ গজের লড়াই পুরোপুরি ফেরেনি। তবে এরই মাঝে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। যদিও খুব একটা মাতামাতি নেই এসব প্রতিযোগিতা নিয়ে। ইংল্যান্ডে চলছে ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’। যেখানে প্রতিটি ওভার হয় ৫ বলের, আর তাতেই হয়তো স্বস্তি মিলতে পারে আফগান তারকা রশিদ খানের। কারণ তার ৫ বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন কাইরন পোলার্ড।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কম, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও ২২ গজের লড়াই পুরোপুরি ফেরেনি। তবে এরই মাঝে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। যদিও খুব একটা মাতামাতি নেই এসব প্রতিযোগিতা নিয়ে। ইংল্যান্ডে চলছে ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’। যেখানে প্রতিটি ওভার হয় ৫ বলের, আর তাতেই হয়তো স্বস্তি মিলতে পারে আফগান তারকা রশিদ খানের। কারণ তার ৫ বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন কাইরন পোলার্ড।

হান্ড্রেডের ম্যাচে গতকাল (শনিবার) সাউদাম্পটনে রশিদদের দল ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদার্ন ব্রেভ। যেখানে আগে ব্যাট করে রশিদ খান-স্যাম কারানরা নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে। সেই লক্ষ্য পোলার্ড–জোফরা আর্চাররা ১ বল হাতে রেখেই পেরিয়েছে। লক্ষ্য তাড়া করতে গিয়েই বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদের শেষ ওভারের ৫ বলের প্রতিটিতেই ছয় মারেন পোলার্ড।

মূলত সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকার ওই ঝোড়ো ক্যামিওতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ২০ বলে সাউদার্নের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৯ রান। এরপর একেক টুর্নামেন্টে একেক ভূমিকায় থাকা পোলার্ড রশিদের ঘূর্ণি উপেক্ষা করে নিজের কব্জির জোর দেখিয়েছেন। ৫টি ছয়ের পর তাদের জয়ের সমীকরণ দাঁড়ায় ১৫ বলে ১৯ রান। এরপর আরও দুই উইকেট হারালেও, ঠিকই ২ উইকেটে জয় তুলে নেয় সাউদার্ন। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪৫ রান করেন পোলার্ড। এ ছাড়া জেমস ভিন্স ও অ্যালেক্স ডেভিস সমান ২৮ রান করেন।

স্বাভাবিকভাবেই ভুলে যাওয়ার মতো ম্যাচ ছিল রশিদের জন্য। ২০ বলে ১ উইকেট নিয়েছেন ঠিকই, তবে দিয়ে ফেলেছেন ৪০ রান। এ ছাড়া ট্রেন্টের হয়ে ভালো বল করেছেন স্যাম কুক (১৫/২), জন টার্নার (২৪/৩) ও ইমাদ ওয়াসিম।

এর আগে ট্রেন্টের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার টম ব্যান্টন। এ ছাড়া মিডল অর্ডার ব্যাটাররা রান তুলছিলেন ঠিকই, তবে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে গেছেন। ১৯ রান করেন লুইস গ্রেগরি। এর বাইরে জো রুট, রভম্যান পাওয়েল ও অ্যাডাম লিথ সমান ১৬ রান করেন। ফলে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২৬ রান।

বিপরীতে সাউদার্নের হয়ে দারুণ বল করেছেন ক্রিস জর্ডান (২২/৩), আর্চার (১৮/২) ও ড্যানি ব্রিগসরা (১৬/২)।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *