গুলিবিদ্ধ রিয়াদের পাশে বিএনপি

গুলিবিদ্ধ রিয়াদের পাশে বিএনপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত চট্টগ্রামের পটিয়ার ছাত্র ইমরানুল হক রিয়াদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত চট্টগ্রামের পটিয়ার ছাত্র ইমরানুল হক রিয়াদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

মঙ্গলবার (২২ অক্টোবর) আহত ছাত্র রিয়াদের কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন গ্রামের বাড়িতে দেখতে যান জেলা বিএনপির নেতারা। এ সময় নগদ আর্থিক সহায়তা তুলে দেন ও তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আশ্বাস দেন তারা।

বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, যারা দেশের এই ক্রান্তিলগ্নে এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটনসহ অঙ্গসংগঠনের নেতারা।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার দিন সকাল দশটার দিকে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় আন্দোলনে অংশ নেন রিয়াদ। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এলোপাথাড়ি গুলি করতে থাকে।  এ সময় রিয়াদের চোখে-মুখে-মাথায় ও সারা শরীরে ৩৯টি গুলি লাগে।

আরএমএন/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *