স্কোয়াডে না থাকলেও সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে গিয়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
স্কোয়াডে না থাকলেও সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে গিয়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন এবাদত। তার আগেই মাঠে ফিরতে যাচ্ছেন সিলেটের এই পেসার। সবকিছু ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরবেন এবাদত।
বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছেন এবাদত। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাইলে জবাবে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’
এদিকে বিদেশে চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তিন পেসার। এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান ও মুশফিক হাসান। চলতি মাসেই তাদের থাইল্যান্ডে চেক আপের জন্য যাওয়ার কথা রয়েছে। এদিকে যুবা ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবেরও যাওয়ার কথা রয়েছে।
এসএইচ/