ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

দেশের উদ্ভূত পরিস্থিতিতে টানা কয়েকদিন ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে টানা কয়েকদিন ময়মনসিংহে থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে। 

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে এদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান, এসপি মাছুম আহম্মেদ ভূঞা প্রমুখ।

এ সময় কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইন্সে বিক্ষোভ মিছিল করে ১১ দফা দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় তারা আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। ইতোমধ্যে সে সংবাদ সম্মেলনের বার্তা কর্মরত সাংবাদিকদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সাংবাদিক।

আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *