মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় চিত্র পাল্টে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজ শুরুর আগে সাকিবকে নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষেই বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। এবার সাকিব ইস্যুতে কথা বললেন সতীর্থ ক্রিকেটার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গেল সোমবার বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় চন্ডিকা হাথুরুসিংহেকে। এর ১৮ ঘণ্টা বাদে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় চলে আসেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। এরপর থেকে তার অধীনে শুরু হয় টাইগারদের অনুশীলন পর্ব।
প্রথম টেস্টের আগের দিন আজ (রোববার) সংবাদ সম্মেলনের মুখোমুখি হন নাজমুল হোসেন শান্ত। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের না থাকা নিয়ে। জবাবে শান্ত বলছিলেন, ‘সাকিব ভাইকে ছাড়া কঠিন। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা সবাই জানি তিনি কেন আসছেন না। আর এখন যেহেতু ফেসবুকে স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব (হাসি)।’
এর আগে গতকাল সাকিব প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল ফিল সিমন্সের কাছেও। যদিও পুরো বিষয়টি তিনি এড়িয়ে গেছেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েক দিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।’
এসএইচ/এফআই