মুন্সীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

মুন্সীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বসতবাড়ির অদূরে আকাশের নিচে কাজ করছিলেন আব্দুল হান্নান ও তার স্ত্রী হালিমা বেগম। দুপুরে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আব্দুল হান্নানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম শুভ বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নান আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি।

ব.ম শামীম/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *