টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ওয়াচ টাওয়ার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তিন ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ওয়াচ টাওয়ার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পানিতে ডুবে নিহত ব্যাংক কর্মকর্তার নাম আলী আহসান (৪০)। তিনি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী বিলাসী হাউসবোট নামে একটি নৌকায় হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকের ৩৪ জন ব্যাংক কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। আজ দুপুর ১২টার দিকে হাউসবোট থেকে ছোট নৌকায় করে আলী আহসানসহ আরও কয়েকজন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরে দেখতে যান। এ সময় অন্যান্য পর্যটকদের মতো আলী আহসানও লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে আলী আহসান পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা লোকজন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যের একটা দল ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা খুঁজাখুঁজির পর আলী আহসানের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে  জানান, টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ বিকেল সাড়ে ৪টায় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

তামিম রায়হান/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *