টেস্টে সর্বকালের সেরাদের তালিকায় জো রুট

টেস্টে সর্বকালের সেরাদের তালিকায় জো রুট

নিজেকে যেন ক্রমশই ছাড়িয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার জো রুট। সাদা পোশাকের ক্রিকেটে বর্তমানে সময়ের সেরা ব্যাটার হিসেবে তার নাম উচ্চারণ করা যায় অনায়াসেই। কোভিড পরবর্তী সময়ে নিজেকে এমনই এক উচ্চতায় নিয়েছেন এই ইংলিশ জেন্টেলম্যান যেখান থেকে তুলনা চলছে কেবল শচীন টেন্ডুলকার কিংবা রিকি পন্টিংয়ের সঙ্গে। এরইমাঝে জানা গেল নতুন খবর। 

নিজেকে যেন ক্রমশই ছাড়িয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার জো রুট। সাদা পোশাকের ক্রিকেটে বর্তমানে সময়ের সেরা ব্যাটার হিসেবে তার নাম উচ্চারণ করা যায় অনায়াসেই। কোভিড পরবর্তী সময়ে নিজেকে এমনই এক উচ্চতায় নিয়েছেন এই ইংলিশ জেন্টেলম্যান যেখান থেকে তুলনা চলছে কেবল শচীন টেন্ডুলকার কিংবা রিকি পন্টিংয়ের সঙ্গে। এরইমাঝে জানা গেল নতুন খবর। 

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের অফিসিয়াল ঘোষণায় নিশ্চিত করেছে র‍্যাঙ্কিংয়ের পয়েন্ট বিবেচনায় সর্বকালের সেরা ২০ টেস্ট ব্যাটারের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন জো রুট। যে তালিকায় তার সঙ্গে আছেন ডন ব্র্যাডম্যান, স্যার জ্যাক হবস, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের নাম। 

বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন জো রুট। নামের পাশে রেটিং পয়েন্ট ৯৩২। ২০২১ থেকেই অবশ্য টেস্ট ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন এক মাত্রায়। পাকিস্তানে প্রথম টেস্টেও ছিলেন দুর্দান্ত। হ্যারি ব্রুকের সঙ্গে ছিল রেকর্ড গড়া ৪৫৪ রানের জুটি। ২৬২ রান করে জো রুট যখন থেমেছেন, ততক্ষণে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সর্বকালের সেরা ব্রিটিশ টেস্ট ব্যাটসম্যান হিসেবে। 

স্যার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সংগ্রাহক এখন জো রুট। প্রথম টেস্টে দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৯৩২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন জো রুট। ইংল্যান্ডের হয়ে এটি চতুর্থ সর্বাধিক রেটিং পয়েন্ট। এর আগে ইংল্যান্ডের তিন ব্যাটার রেটিং পয়েন্টের নিরিখে কীর্তি গড়েছিলেন। রুটের রেটিং পয়েন্টের চেয়ে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে বেশি ছিল লেন হিউটন। তিনি গিয়েছেন ৯৪৫ পর্যন্ত, স্যার জ্যাক হবসের ক্যারিয়ার সেরা রেটিং ছিল ৯৪২ এবং পিটার মে থেমেছিলেন ৯৪১ রানে গিয়ে। 

 

এর আগে জো রুটের ক্যারিয়ার সেরা রেটিং ছিল ৯২৩। এই সিরিজে ইতিমধ্যেই তা ছাপিয়ে গিয়েছেন। টেস্ট ইতিহাসে রুটের আগে আছেন মাত্র ১৬ জন ক্রিকেটার। তবে এই তালিকায় সকলেই সাবেক এমন নয়। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রুটের উপরে আছেন বেশ কয়েকজন। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। 

একইপরিমাণ পয়েন্ট আছে অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেনের। ২০২২ সালের ডিসেম্বর মাসে নিজের অভিষেকের অল্প কদিনের মাথায় বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়েলেছিলেন তিনি। আর সর্বকালের সেরাদের মাঝে দুইয়ে আছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার ২০১৭ সালের ডিসেম্বরে নিজের রেটিং পয়েন্ট নিয়ে গিয়েছিলেন ৯৪৭ পর্যন্ত। 

সর্বকালের এই তালিকার শীর্ষে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। সবার ধরাছোঁয়ার বাইরে ৯৬১ পয়েন্ট তার। দুইয়ে স্টিভ স্মিথের পরে আছে লেন হিউটন, রিকি পন্টিং, জ্যাক হবসদের নাম। এশিয়া মহাদেশ থেকে জো রুটের ওপর বিরাট কোহলি ছাড়া আছেন কেবল পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। 

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *