বিশেষ চাহিদাসম্পন্নদের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বিশেষ চাহিদাসম্পন্নদের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, ‘জনগণ দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতে অর্পণ করলে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং দৃষ্টিহীন পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাতে রাজধানীর ভাষানটেক থানায় বিনামূল্যে সাদাছড়ি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০০১ সালের জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজনীতির আইডল শহীদ আলী আহসান মো. মুজাহিদ (রহ)। তিনি মন্ত্রণালয়ের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের কবলে দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়কে তারা লুটেপুটে খেয়েছে।

মহানগরী আমির বলেন, এ দেশের জনগণ যদি তাদের পরিচালনার চাবিকাঠি আমাদের হাতে অর্পণ করেন, তাহলে উন্নত বিশ্বের চাইতেও বাংলাদেশে বেশি কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থানসহ বিশেষ ক্ষমতা সম্পন্ন সকলের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করব।

অনুষ্ঠানে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করেন মুহাম্মদ সেলিম উদ্দিন।

জেইউ/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *