কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৫২ ডেঙ্গু রোগী শনাক্ত

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৫২ ডেঙ্গু রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার।

রোববার (১৩ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এসব ডেঙ্গুরোগী শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন কুমিল্লার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকি ৩২ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও জানান, এ বছর এখন পর্যন্ত কুমিল্লায় ৬০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ বছর কুমিল্লায় ডেঙ্গুতে একজনও মারা যাননি বলে জানিয়েছেন তিনি।

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গুর লক্ষণগুলো দেখা দিলে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যেতে হবে।  আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হলে ডেঙ্গু উপশম সম্ভব। এ বিষয়ে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

আরিফ আজগর/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *