‘বন্যা দুর্গতদের পুনর্বাসনেও পাশে থাকবে সরকার’

‘বন্যা দুর্গতদের পুনর্বাসনেও পাশে থাকবে সরকার’

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি দুর্গতদের উদ্দেশে বলেন, বন্যা চলাকালীন আপনাদের সহযোগিতার জন্য সরকার যেভাবে পাশে আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে এবং কাজ করে যাবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি দুর্গতদের উদ্দেশে বলেন, বন্যা চলাকালীন আপনাদের সহযোগিতার জন্য সরকার যেভাবে পাশে আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে এবং কাজ করে যাবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরার রহেলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল্লাহ পান্না বলেন, দেশের যেকোনো জায়গায় যেকোনো দুর্যোগ, ভালো-মন্দ, যাই কিছু ঘটুক না কেন আমরা যারা কেন্দ্রে আছি বর্তমান যুগে তাৎক্ষণিক সবাই জানতে পারি। আপনাদের দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুতে সরকার পাশে রয়েছে। ঝড়, অতি বৃষ্টি, বন্যা, খরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় আপনাদের পাশে আছে সরকার।

তিনি আরও বলেন, সরকারের মাঠ পর্যায়ের সব স্তরের প্রতিনিধি আপনাদের সেবায় নিয়োজিত। একটি কথা আমি জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে, এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতিবাজদের কোনো ঠাঁই এ সরকারের কাছে নেই। সংস্কারের জন্য সবার সহযোগিতা কামনা ও ধৈর্য ধারণ করতে বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব।

সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

মতবিনিময় শেষে সচিব সম্প্রতি অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন সচিব। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ৩৫০ জন বন্যার্তর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সচিব হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *