ষষ্ঠ বিশ্বরেকর্ড ম্যাকলাফলিন-লেভরোনের, জিতলেন সোনা

ষষ্ঠ বিশ্বরেকর্ড ম্যাকলাফলিন-লেভরোনের, জিতলেন সোনা

যেখানে আর কোনো নারী অ্যাথলেটই ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করতে পারেননি, সেখানে সিডনি ম্যাকলাফলিন–লেভরোন একাই সেই রেকর্ড গড়েছেন ৬ বার। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেই গড়েছেন বিশ্বরেকর্ড। যুক্তরাষ্ট্রের এই গতিতারকা প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ার দিনে ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন। সময় নিয়েছেন মাত্র ৫০.৩৭ সেকেন্ড।

যেখানে আর কোনো নারী অ্যাথলেটই ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করতে পারেননি, সেখানে সিডনি ম্যাকলাফলিন–লেভরোন একাই সেই রেকর্ড গড়েছেন ৬ বার। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেই গড়েছেন বিশ্বরেকর্ড। যুক্তরাষ্ট্রের এই গতিতারকা প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ার দিনে ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন। সময় নিয়েছেন মাত্র ৫০.৩৭ সেকেন্ড।

স্তাদে দি ফ্রান্সের ট্র্যাকে তিনি যখন সবাইকে ছাড়িয়ে নির্ধারিত সীমানা পার হচ্ছেন, বাকি প্রতিযোগীরা তখন বেশ পেছনে। ম্যাকলাফলিন-লেভরোনের স্বদেশি আনা ককরেল ৫১.৮৭ সেকেন্ড টাইমিং করে রৌপ্য জিতেছেন। নেদারল্যান্ডসের ফেমকে বোলের গলায়  ব্রোঞ্জ উঠে ৫২.১৫ সেকেন্ডের বিনিময়ে।

যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী গতিতারকা কেবল এবারই যে বিশ্বরেকর্ড গড়েছেন তা নয়। ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করেছেন ছয় বার। তিনি আগের কীর্তিটি গড়েন গত জুনে। যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড টাইমিং ছিল তার। অথচ হার্ডলসের ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো নারী অ্যাথলেট ৫২ সেকেন্ডের কম সময়ে ৪০০ মিটার পেরোতে পারেননি।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত ২০২১ অলিম্পিকেও বিশ্বরেকর্ড গড়েছিলেন ম্যাকলাফলিন–লেভরোন। যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে ৫২ সেকেন্ডের কম টাইমিং করে আলোড়ন তোলার পর অলিম্পিকের ফাইনালেও তিনি ছিলেন দুর্দান্ত। ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে জেতেন সোনার পদক। প্যারিসের আসর দিয়ে এই ইভেন্টে টানা দ্বিতীয় স্বর্ণ জিতলেন ম্যাকলাফলিন–লেভরোন। আর সবমিলিয়ে টানা চতুর্থ অলিম্পিকে নারীদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতল যুক্তরাষ্ট্র। দেশটির হয়ে ২০১৬ সালে রিওতে দেলিলাহ মুহাম্মদ ও ২০১২ সালে লন্ডনে লাশিন্ডা ডেমুস এই ইভেন্টে সেরা হন।

এই বছর ভিন্ন ভিন্ন পাঁচটি ডিসিপ্লিনে অংশ নিয়েছেন আমেরিকান এই গতিতারকা। ১০০ ও ৪০০ মিটার হার্ডলস, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট ও ৪*১০০ মিটার রিলে। যা তার বিশ্বসেরা তারকা হওয়ার কীর্তির প্রমাণ দিচ্ছে জোরেশোরে। এবারের অলিম্পিক শুরুর আগেও তিনি কোচ ববি কার্সিকে ৪০০ মিটার হার্ডলসে সোনা জয়ের স্বপ্নের কথা বলেছিলেন। তিনি এই ইভেন্টকে উল্লেখ করেছেন নিজের ‘প্রথম ভালোবাসা’ হিসেবে।

৪*১০০ মিটার লিলেতে আরেকটি ইভেন্ট রয়েছে ম্যাকলাফলিন-লেভরোনের সামনে। যা ২৫ বছর বয়সের আগেই চারটি অলিম্পিক স্বর্ণ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে। তবে আগেরদিনের হার্ডলসে পাওয়া স্বর্ণ জিতেই সন্তুষ্ট এই আমেরিকান তারকা। তিনি বিষয়টির ব্যাখ্যা করলেন এভাবে, ‘কিছু কিছু বিষয় আছে যা আমি সম্পন্ন করার তাড়না বোধ করি। তবে এমন মুহূর্তও আসে, যখন আপনি সব বিষয় নিয়ে একভাবে ভাবেন না। আমি নিশ্চিত ববি (কোচ) আমার জন্য কিছু নির্দেশনা লিখে রেখেছেন। সবমিলিয়ে এটি দারুণ প্রতিযোগিতা। এটা অবাক করার মতো যে আমাদের এই ইভেন্টের মর্যাদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। লোকেরা এখন ৪০০ মিটার হার্ডলস উপভোগ করতে চায়, এটা বিস্ময়কর। কেবল এই বছরেই আমরা ভীষণ পরিশ্রম করেছি।’

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *