প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ পেল মতিঝিল আইডিয়ালের ৩৫০ শিক্ষার্থী

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ পেল মতিঝিল আইডিয়ালের ৩৫০ শিক্ষার্থী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৫০ জন শিক্ষার্থী। একইসঙ্গে তাদেরকে বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৫০ জন শিক্ষার্থী। একইসঙ্গে তাদেরকে বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণাও দেওয়া হয়েছে।

শুক্রবার ও শনিবার বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিট আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে ৭টি ব্যাচে এসব শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া  হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের ১৮ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা দুই দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কীভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।

প্রশিক্ষণের সমাপনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা দেয়। এসব মানবিক কর্মকাণ্ডে আমাদের মূল চালিকাশক্তি প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা।

তিনি বলেন, দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশের কাণ্ডারী। একটি দক্ষ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

সভাপতির বক্তব্যে মতিঝিল আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান শিক্ষার্থীদের আরো দক্ষ হতে সহায়তা করে। ফার্স্ট এইড প্রশিক্ষণ একটি অত্যাবশ্যকীয় জীবনঘনিষ্ঠ প্রশিক্ষণ। এ সম্পর্কে সবারই ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিটের কার্যনির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা।

টিআই/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *