৪৩ বছরের রেকর্ড ভাঙলেন নীড়, যা বললেন নিয়াজ

৪৩ বছরের রেকর্ড ভাঙলেন নীড়, যা বললেন নিয়াজ

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টারও তিনি। ১৯৮১ সালের অক্টোবরে নিয়াজ ১৫ বছর ৫ মাসে এই খেতাব অর্জন করেছিলেন। ৪৩ বছর বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব ছিল তার দখলে। গতকাল সেই রেকর্ড ভেঙেছেন মনন রেজা নীড়।

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টারও তিনি। ১৯৮১ সালের অক্টোবরে নিয়াজ ১৫ বছর ৫ মাসে এই খেতাব অর্জন করেছিলেন। ৪৩ বছর বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব ছিল তার দখলে। গতকাল সেই রেকর্ড ভেঙেছেন মনন রেজা নীড়।

হাঙ্গেরির বুদাপেস্টে তিনি ১৪ বছর ৪ মাসে আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্ব গড়েন। নিজের দীর্ঘদিনের রেকর্ড ভাঙায় বেশ খুশি নিয়াজ মোর্শেদ, ‘খেলাধুলায় রেকর্ড ভাঙবে-গড়বে। আমার রেকর্ড একজন ভেঙেছে, এজন্য অত্যন্ত খুশি। ৪০ বছরের বেশি সময় আমার দখলে থাকা এক অর্জন অবশেষে একজন ভেঙেছে, এতে আমি যারপরনাই আনন্দিত।’

উপমহাদেশে প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। এটা সবারই জানা। প্রথম আন্তর্জাতিক মাস্টার (আইএম) কে এটা অনেকটাই অজানা। এ সম্পর্কে নিয়াজ মোর্শেদ বলেন, ‘ভারতের মাদ্রাজের দাবাড়ু অ্যারন ১৯৬১ সালে আইএম হয়েছিলেন। ১৯৭৯ সালে বাংলাদেশে প্রথম রেটিং টুর্নামেন্টেও খেলেছিলেন তিনি।’

১৯৬১ সালে ভারতে আন্তর্জাতিক মাস্টার থাকলেও কেউ গ্র্যান্ডমাস্টার হতে পারেননি। ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে নিয়াজ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন (আশির দশকে আনুষ্ঠানিক টাইটেল প্রদান করা হতো পরের বছর) এরপর ভারতীয় অনেকেই আরও কম বয়সে গ্র্যান্ডমাস্টার হলেও বাংলাদেশের অন্য চার গ্র্যান্ডমাস্টার সেই রেকর্ড ভাঙতে পারেননি। নিয়াজের বিশ্বাস নীড় সেই রেকর্ডও ভাঙতে পারবে, ‘সে এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে আমার বিশ্বাস আগামী ২/৩ বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পারবে। আরেকটি রেকর্ড তার সামনে।’

নিয়াজের সঙ্গে একমত দেশের আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারও। বাংলাদেশ থেকে নতুন গ্র্যান্ডমাস্টার পাওয়ার স্বপ্ন দেখছেন তিনি, ‘ফাহাদ একটি জিএম নর্ম পেয়েছে। নীড় দারুণ সম্ভাবনাময়। তাদের এই ধারা অব্যাহত রাখলে আমরা অচিরেই গ্র্যান্ডমাস্টার পাওয়ার আশা রাখি।’

হাঙ্গেরির বুদাপেস্টে আজ শেষ রাউন্ডের খেলা। আজও বাংলাদেশের দাবায় সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আজ জিতলে আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্ম পাবেন। গতকাল আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করা নীড় আজ জিতলে গ্র্যান্ডমাস্টারের প্রথম নর্ম অর্জন করবেন। 

এজেড/এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *