সুন্দরবন ভ্রমণ করলেন ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা

সুন্দরবন ভ্রমণ করলেন ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা

বাগেরহাটের সুন্দরবনে ভ্রমণ করেছেন বিশ্বের ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ জন পদস্থ কর্মকর্তা।

বাগেরহাটের সুন্দরবনে ভ্রমণ করেছেন বিশ্বের ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ জন পদস্থ কর্মকর্তা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির।

এর আগে, বুধবার (০২ অক্টোবর) তারা সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন।

আজাদ কবির বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সুন্দরবন ঘুরে দেখেছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। তাদের সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিও দেওয়া হয়েছিল।

ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানগুলো প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা দেওয়ার জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।

তিনি আরো বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে বিদেশি সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের সেবা দিয়েছি। তারা করমজল বন্যপ্রাণী কেন্দ্র ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শেখ আবু তালেব/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *