আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী : বিএনপি নেতা খোকন 

আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী : বিএনপি নেতা খোকন 

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সংখ্যালঘু কথাটা আওয়ামী লীগ বলে। আপনারা বাংলাদেশের একজন নাগরিক, আপনারা বাংলাদেশি এটাই আপনাদের বড় পরিচয়। এদেশে আমার যেমন অধিকার, ঠিক একই অধিকার আপনারও রয়েছে। আমরা লঘু সম্প্রদায় গুরু সম্প্রদায় বুঝি না, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। লঘু সম্প্রদায় বলতে আমরা মনে করি তাদের ছোট করা হচ্ছে। আমরা আপনারা জন্মগতভাবে বাংলাদেশি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নরসিংদী পৌরসভা মিলনায়তনে নরসিংদী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশে গুম, খুন, হামলা, মামলা, চাঁদাবাজি, লুটপাট চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে দেশে রাজত্ব কায়েম করেছিল, তা দেশের ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে সেই হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। হাসিনা হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে গিয়ে শুধু নিজে বেঁচে গেছেন, কর্মীদের কথা একবারও ভাবেননি।

তিনি আরও বলেন, উৎসব যার যার, নিরাপত্তা ও আনন্দ সবার। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু পরিবেশে উদযাপন করতে নরসিংদীর জেলা বিএনপির সকল নেতা-কর্মীরা একসাথে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।

সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিভিন্ন অভিযোগ-অনুযোগগুলো শুনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

অ্যাডভোকেট তুষার মিত্রের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অহিভূষণ চক্রবর্তী, রনজন সাহা, কিশোর কুমার বর্মণসহ হিন্দু সংগঠনের নেতারা।

তন্ময় সাহা/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *